বিএনপি-জামাতের অহিংস আন্দোলনের জবাব সরকার অহিংসভাবেই দেবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, আন্দোলন সহিংস হলে তার সমুচিত জবাব দিতে সরকার প্রস্তুত রয়েছে।
এসময় তিনি আরও বলেন, ছুটি শেষে মানুষ যাতে স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারে, সেজন্য সড়ক বিভাগের লোকজন দিনরাত কাজ করছে। সড়ক দূর্ঘটনা ঠেকাতে বাস মালিক সমিতির নেতা-কর্মীদের সচেতন হওয়ারও অনুরোধ জানান মন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: