সরকারের দমন-পীড়ন, হত্যা ও গুমের কারণে দেশের মানুষ এবার খুশি মনে ঈদ উদযাপন করতে পারছেন না— জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সূত্র: ইউএনবির।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে এ কথা বলেন তিনি।
তাই এ সময় শান্তি ও সমৃদ্ধির জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন জরুরি বলে দাবি করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার; দাতা সংস্থার প্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি এবং পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আরএ গনি, হান্নান শাহ ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
অনুষ্ঠানে খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি নতুন নির্বাচনের দাবিতে বিএনপির আগামী কর্মসূচিতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান।
গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তা বন্ধে উদ্যোগ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।