বিএনপির আন্দোলনে জনগন নেই, নিজেদের নেতা-কর্মীও খুঁজে পাওয়া যাবেনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সাম্প্রতিক রাজনীতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বিএনপির আন্দোলন কর্মসূচীর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আন্দোলন করার মত কোনও সঙ্কট দেশে তৈরি হয়নি, বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে তাতে নিজেদের নেতা-কর্মীও খূঁজে পাওয়া যাবেনা।
এদিকে, রাজধানীর নাজিরাবাজারে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপিকে হুশিয়ার করে দিয়ে বলেন, ঈদের পর তাদের আন্দোলন অতীতের মতো সহিংস হলে পরিনতি হবে ভয়াবহ।
আন্দোলনের নামে যে হুমকি বিএনপি দিচ্ছে তাতে আতঙ্কের কিছুই নেই বলেও উল্লেখ করেন কামরুল ইসলাম।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: