বিদেশি সরকার ও সংস্থা সম্পর্কে মিথ্যাচার করা তথাকথিত সরকারের অস্থিরতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মিথ্যাচার আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়। বিএনপি মনে করে আওয়ামী লীগের একের পর এক মিথ্যাচারের ফলে আর্ন্তজাতিক সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়া সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বিস্ময়কর হচ্ছে তথাকথিত সরকার প্রধান বিদেশিদের প্রতিক্রিয়া অস্বীকার ও মিথ্যাচার করে যাচ্ছে। তাই এভাবে প্রতিনিয়ত মিথ্যাচার কূটনৈতিক সর্ম্পকের ক্ষেত্রে দৃষ্টিকটু ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কথা উল্লেখ্য শমসের মবিন বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন নাকি বলেছেন ৫ জানুয়ারির নির্বাচন অতীত হয়ে গেছে। অথচ বৃটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রেরিত বিবৃতিতে এমন কোনো তথ্য উল্লেখ নেই। ৫ জানুয়ারির নির্বাচনে আগের মতোই তাদের অবস্থান এখনো বিদ্যমান রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যাচার জাতিকে বিভ্রান্তিতে ফেলছে।
বিএনপির ভাইস-চেয়ারম্যান আরো বলেন, বিএনপি সব সময় সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলোচনার মাধ্যমে সমাধান চান। কাজেই সংলাপ আলোচনা উপেক্ষা করা স্বৈরচার শাসকের লক্ষণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, এনাম আহমেদ চৌধুরী, বিএনপির আর্ন্তজাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান খান রিপন ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।