রাজনীতি

সংলাপ না হলে ‘যুদ্ধের দামামা’ বেজে উঠবে: রিজভী

রিজভী
রিজভী

অবিলম্বে সংলাপের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংলাপ না হলে ‘যুদ্ধের দামামা’ বেজে উঠবে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিবিসি বাংলাকে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতকারের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনে না আসায় বিএনপি পিছিয়ে পড়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে। তবে বাস্তবতা হচ্ছে ৫ জানুয়ারির নির্বাচনে গেলে ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে বিএনপিকে পরাজিত করা হতো এবং বলা হতো নির্বাচনে বিএনপি হেরে গেছে।

রিজভী আরো বলেন, তার বোধগম্য না হওয়ারই কথা কারণ তিনি জনগণের মেন্ডেট বিহীন, বিদেশি শক্তির সাহায্যে জয়ী হওয়া খয়রাতি সরকার প্রধান। ৫ জানুয়ারির নির্বাচন শেখ হাসিনার পরিবারের জন্মদিনের অনুষ্ঠানের মতো।

নির্বাচন কমিশন আওয়ামী লীগের জন্য ‘ছাতার’ মতো কাজ করেছে- অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের ভোট চুরি, সন্ত্রাস ছাতার মতো আড়াল করে রেখেছে নির্বাচন কমিশন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে সন্ত্রাস ও জঙ্গিবাদের আশ্রয়দাতা-মদদদাতা বলেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, তারা তাদের দলের পক্ষ থেকে সরকারের প্রতি সংলাপের আহ্বান জানিয়েছেন, যাতে তারা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে। যদি তা না করে, তাহলে দেশে একদলীয় শাসন আরো ভয়াবহ রূপ লাভ করবে এবং মানুষ তা মেনে নেবে না। যুদ্ধের দামামা বেজে উঠবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ