সারাদেশে সড়কের বেহাল অবস্থা, ঘরমুখো মানুষের দুর্ভোগে ভ্রুক্ষেপ নেই সরকারের বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সরকার রাস্তা মেরামত এবং যান চলাচলে শৃঙ্খলা স্থাপন করতে ব্যর্থ হয়েছে— উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এ ব্যর্থতার খেসারত হিসেবে ঈদে ঘরমুখো মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
এসময় আবারো সরকারের প্রতি সংলাপের আহ্বান জানান রিজভী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: