ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফর দুই দেশের সীমান্ত বিরোধ, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ফেনীতে গণসংযোগ সফরে যাওয়ার আগে সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সুষমা স্বরাজ ভারতের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তার এ সফরকে স্বাগত জানাচ্ছে বিএনপি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো ঘনিষ্ট হবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দ্বিপক্ষীয় সমস্যার বিষয়ে দলের অভিমত ব্যক্ত করে ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘আমরা আশা করি, ভারতের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যকার সীমান্ত বিরোধ, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনদিনের শুভেচ্ছা সফরে রাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন কর্মসূচির মধ্যে শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।