নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর ফেনীর ফুলগাজীর ঘটনা প্রমাণ করে প্রশাসন দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবার আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত অভিযোগ করেন, নারায়ণগঞ্জের সাত খুনের পর ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান হত্যার ঘটনায় দেশের মানুষ শঙ্কিত। এসব ঘটনার দায় প্রশাসন এড়াতে পারে না। দলে সুবিধাভোগী দুর্বত্তদের অনুপ্রবেশ ঘটায় সরকারের সফলতা ম্লান হচ্ছে। অবিলম্বে দোষীদের প্রকাশ্যে শাস্তি দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের নৃশংস হত্যাকাণ্ডের অপরাধীরা ধরা পরেনি। এর পরপরই ফেনীতে বর্বরতর হত্যাকাণ্ডম হলো, এতেই প্রমাণ হচ্ছে যে প্রশাসন ক্রমোশ দুর্বল থেকে দুর্বলতম হচ্ছে। অবশ্যই ডিসি ও এসপি, প্রশাসনকে এর জবাব দিতে হবে। ওনারা কী মন্ত্রী, এমপিদের প্রটোকল দিয়ে বেড়ান? না আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি নজর রাখেন।
তিনি আরো বলেন, ‘ফেনীতে কে শাক দিয়ে মাছ ডাকে? মাচটা কার আরো শাকটা কার?’
সুরঞ্জিত আরো বলেন, এসব ঘটনা বিভিন্ন ক্ষেত্রে সরকারের সফলতা ম্লান করে দিচ্ছে। দলে সুবিধা ভোগীদের অনুপ্রবেশ ঘটেছে।
তিনি বলেন, ‘কিছু সুবিধা ভোগী দুর্বৃত্ব দলে আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। প্রশাসনকে রাজনীতিকরণের মাধ্যমে তারা তাদের শক্তি ক্রমেই হারিয়ে ফেলছে। তাই অবিলম্বে প্রকাশ্য দিবালকে ওই দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।’
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মৎসজীবি লীগের নেতাকর্মীরা।