যে দল বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেয়—ভারতে সরকার পরিবর্তনে তাদের (বিএনপি) পুলকিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কংগ্রেস সরকারের সঙ্গে যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে জঙ্গিবাদ দমনে কাজ করেছে আওয়ামী লীগ সরকার, বিজেপি সরকারের সঙ্গেও তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘যারা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ করে নিয়মিত. সেই অস্ত্র সরবরাহ করতে গিয়ে দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে। যাদের নীতি এবং রাজনীতিই হচ্ছে ভারত বিরোধীতা। তাহলে ভারতের যেই দলই সরকার গঠন করুক না কেন? তাতে পুলকিত হবার কোনো কারণ নেই।’
তিনি অভিযোগ করেন, জনগণের পরিবর্তে বিএনপির রাজনীতি এখন বিদেশি কূটনীতিকনির্ভর হয়ে পড়েছে। কিছু হলেই কূটনীতিকদের কাছে নালিশ করে বলে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে।