রাজধানীর মাতুয়াইলে কনকর্ড হাউজিং মাঠে সমাবেশ করার অনুমতি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির এ নেতা বলেন, গণতন্ত্রের দরজা-জানালা বন্ধ করবেন না, এর পরিণতি হবে ভয়াবহ।
সরকার জোরপূর্বক গণতন্ত্রের সকল পথ বন্ধ করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
নারায়নগঞ্জে ৭ খুনের ঘটনায় এখনো পর্যন্ত চাকরিচ্যুত র্যা বের সাবেক ৩ কর্মকর্তার কেউ আটক না হওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি বলেন, নিহতদের স্বজনদের ও গণশুনানির স্বাক্ষীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
একই অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সরকারের আচরণকে একনায়কতন্ত্রের সঙ্গে তুলনা করে বলেন।