দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মানবাধিকার সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা।
বুধবার বিকেল ৪টায় রাজধানীর হোটেল হেরিটেজে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৫টায়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম, খুন ও অপহরণসহ সাম্প্রতিক রাজনৈতিক বিষয় আমরা বিদেশিদের কাছে তুলে ধরেছি। বিদেশিদের সঙ্গে মাঝে মধ্যেই আমরা বৈঠক করি। ৩-৪ মাস পর পর আমরা তাদের সঙ্গে বসি। তারই অংশ হিসেবে আমরা এখানে বসেছি। তাদের কাছে আমরা সাম্প্রতিক ঘটনা তুলে ধরেছি।
কূটনীতিকদের কাছে দেশে সাম্প্রতিক গুম, খুন ও অপহরণ নিয়ে একটি সিডি দিয়েছে বিএনপি নেতারা।
বিএনপি মূলত যে বার্তা বিদেশিদের দিতে চেয়েছে তা হলো, দেশে এখন রাজনৈতিক অস্থিরতা না থাকলেও সামাজিক অস্থিরতা চরম আকার ধারণ করছে। সরকার ‘অনির্বাচিত’হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনে সরকারের কর্তৃত্ব শিথিল হয়ে পড়েছে। কাউকে সরকার নিয়ন্ত্রণে রাখতে পারছে না।
বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তারা বিভিন্ন সময় বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেন। এটি তারই অংশ।
রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানাসহ আমেরিকা, সিঙ্গাপুর, নেপাল, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, নড়ওয়ে, তুরস্ক এবং ইতালির প্রতিনিধিরা। এছাড়া বৈঠকে ইউএনডিপির একজন আবাসিক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।