গুম-হত্যা বন্ধ করতে না পারলে দেশকে বাঁচানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চত্বরে (আইইবি) ৫৫তম কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, দেশে আজ কারোও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই।
এ সময় সারাদেশে পরিবেশ দূষণ, ভেজাল খাদ্য সরবরাহ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর তাগিদ দেন।
এছাড়া, রাজধানীর অবকাঠামোগত উন্নয়নে নতুন করে নগর পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি।
দেশটিভি/মনজুর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: