অপহরণ, গুম-খুন বিএনপির আন্দোলনের নতুন ফর্মুলা বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম। শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টি করার জন্য বিএনপি-জামাত এই নতুন ‘ক্যারিশমা’ শুরু করেছে।
তিনি বলেন, ‘আন্দোলনের নতুন মেডেল আমরা দেখছি। এই যে বর্তমান ঘটনা গুম-হত্যার রাজনীতির নতুন মডেল। এক একটা ক্যারিশমা নিয়ে তারা এগুতে চায় আর ব্যর্থ হয়। গুম-হত্যার মাধ্যমে সমস্ত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিএনপি।’
বিএনপি সবধরনের আন্দোলন-কর্মসূচিতে ব্যর্থ হয়ে অবশেষে গুম-খুনের রাজনীতির পথ বেছে নিয়েছে— উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের অপচেষ্টার বিষয়ে সজাগ রয়েছে।
দেশটিভি/মনজুর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: