গুম-হত্যা, অপহরণ ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা বন্ধের দাবিতে রোববার সারা দেশে গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গুম- অপহরণে সরকারের মদদ থাকায় আসল খুনিরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। গুম-খুন বন্ধের দাবীতে ডাকা গণঅনশন কর্মসূচিতে বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংহতি প্রকাশ করবেন বলেও জানান তিনি।
এ কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে নয়াপল্টন ভাসানী হলে এক যৌথসভার অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সবাইকে অংশগ্রহণের আহবান জানান।
এসময় নারায়ণগঞ্জে গুমের ঘটনা সম্পর্কে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কঠোর সমালোচনা করেন খোকা।
র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নকে (র্যাব) দলীয় স্বার্থে ব্যবহার না করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আসল হত্যাকারীকে বাঁচাতে সরকার বিএনপির ওপর গুমের দায় চাপাচ্ছে।