গুম-খুন সীমা ছাড়িয়ে যাওয়ায় দেশের মানুষ শঙ্কিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
এ বিষয়ে সম্প্রতি সরকারের এক মন্ত্রীর মন্তব্যের জবাবে, আর কতো গুম-খুন হলে তা সীমা ছাড়াবে? প্রশ্ন করেন তিনি।
এছাড়া, শ্রমিক অধিকার নিশ্চিত না করায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পাচ্ছে না বলেও এসময় মন্তব্য করেন এরশাদ।
আলোচনা সভায় জাতীয় পার্টির মন্ত্রীসভার সদস্য ও প্রেসিডিয়াম সদস্যরাও বক্তব্য রাখেন।
দেশটিভি/মনজুর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: