মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
পূর্ব ঘোষিত এ সমাবেশ শুরু হবে বৃহস্পতিবার দুপুর ২টায়। খালেদা জিয়ার এ সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। বিভিন্ন স্থান থেকে মিছিল এসে জড়ো হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে।
গত ২৭ এপ্রিল শ্রমিক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মে দিবসের সমাবেশের সিদ্ধান্তের কথা জানানো হয়।
দেশটিভি/মনজুর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: