গণতন্ত্রের ভাষা বাদ দিয়ে বিএনপি এখন অস্ত্রের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। দেশে অস্থিতীশীল পরিস্থিতি তৈরির জন্য তারা হত্যা আর গুমের পথ বেছে নিয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সাভারে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়ে তারা (বিএনপি) সহিংসতার পথ বেঁছে নিয়েছে। তাই এখন তারা রাজনীতির ভাষা বাদ দিয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে। অস্ত্রের ভাষার জবাব আমরা অস্ত্র দিয়ে দেবো না, আইন গতভাবেই এর ব্যবস্থা নেয়া হবে।’
এ সময় সাভার বিআরটিএয়ের অফিসে দালালদের দৌরাত্ম বন্ধের নির্দেশ দেন মন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: