সরকার মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
নোমান বলেন, সরকারের সমালোচনা করা সাংবিধানিক অধিকার হলেও সরকার জনগণ ও রাজনৈতিক দলের নেতাদের মত প্রকাশে বাধা দিচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সরকার রাজনৈতিক মামলা করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, ‘জেলা পর্যায় থেকে শুরু করে সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী, জনগণকে আজকে এ সরকার মিথ্যা মামলা এবং কারা বন্দী করে রেখেছেন।’
এদিকে, লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদ জানান।