দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে প্রতিহত ও উৎখাত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। বৃহস্পতিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগরে আয়োজিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া ইতিহাস বিকৃতির চেষ্টা চালাচ্ছেন— উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, এ ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় দলেন নেতারা এই দিনে সকলকে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
আন্দোলনের নামে বিএনপি-জামাত মানুষ হত্যা করছে—এ মন্তব্য করে আমু বলেন, ষড়যন্ত্রকারীরা দেশের শত্রু।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যারা এ দেশে আওয়ামী লীগসহ বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছে আজকে এ সমস্ত গণদুষমণদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করে এ দেশ থেকে তাদের উৎখাত করে সোনার বাংলা কায়েম করবো।’
জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে এ অভিযোগ করেছেন দলের সভাপতি মণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলন করে তবে মানুষ হত্যা করে না।
বিএনপি মাঠে নেমে চক্রান্ত করলে জনগণকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
এছাড়া নেতারা আরো বলেন, সত্যিকারের ইতিহাসকে কেউ বিলীন করতে পারবে না।