তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের আয়োজন না করলে বর্তমান সরকারকে স্বৈরাচারী সরকারের পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
দেশের গুম ও হত্যা বন্ধ না হলে সরকারকে মানবতাবিরোধী অপরাধে দায়ী করা হবে— একই সঙ্গে ইলিয়াস আলীসহ দলের নিখোঁজ ও গুম হওয়া নেতা কর্মীদের সন্ধান ও মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
ইলিয়াস আলী ও চৌধুরী আলমের সন্ধান না পাওয়া এবং বুধবার নারায়ণগঞ্চ থেকে সৈয়দা চৌধুরী রেজওয়া হাসানের স্বামী আবুবকর সিদ্দীক নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল।
তিনি অভিযোগ করেন, সরকার আশ্বাস দিলেও দুই বছরেও ইলিয়াস আলীর সন্ধান দিতে পারেনি বরং সরকারের নেতারা বিভিন্ন সময় উষ্কানিমূলক বক্তব্য দিয়েছেন।
একই অনুষ্ঠানে দলের আরেক নেতা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, বিএনপিকে ধ্বংস করতেই তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে সরকার।
এদিকে, সাদেক হোসেন খোকা অভিযোগ বলেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।