রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নীল নকশা ও ষড়যন্ত্র বাস্তবায়ন করতে সরকার এখন বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে’ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তারেক রহমান জনগণের রাজনীতি করে বলেই তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান বিএনপির এ নেতা।
ফখরুল বলেন, ‘তারেক রহমান সেই রাজনীতিকেই ধারণ করছেন এবং সেই রাজনীতিকে আগামী দিনের কাণ্ডারী হবেন। সেই জন্যই এ নীল নকশা, এ অপবাদ, এ অপপ্রচার, এ কুৎসা ও এ ষড়যন্ত্র। অর্থ্যাৎ এ নেত্রী বর্গকে যদি অপবাদ দিয়ে, কুৎসা দিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার যায় তাহলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র রয়েছে সেটা তাদের সফল হবে।’