শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রজেকশন হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজধানীর ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ক, খ, গ বিভাগকে তিনটি করে পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল ছিলেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সৈয়দা মাহবুবা করিম, পরিচালক শিল্পকলা একাডেমী।
বাংলাদেশ ফিল্ম আকাইর্ভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমী’র মহাপরিচালক কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরষ্কার বিতরণের পর প্রদর্শিত হয় শিশুতোষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছুটির ঘণ্টা।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেলের দূর্লভ স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।