জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। ঘটেছে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও। বিশেষ করে মোটরসাইকেল চালকেরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিক্ষোভ মিছিল হয়েছে। ব্যানারবিহীন এই মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ অবস্থায় আগ্রাসীভাবে নয়, বরং সব দিক বিবেচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ধৈর্য ধরে’ পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডিএমপির সদস্যদের ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। কেউ আইন হাতে তুলে নিয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগ না করলে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
শুক্রবার (৫ আগস্ট) রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।