জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকেই নতুন দর কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ছে।
মূল্যবৃদ্ধির এই খবর পাওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্প বন্ধ থাকতে দেখা গেছে। যেগুলো খোলা আছে তারা রাত ১২টার আগে তেল বিক্রি করতে রাজি হচ্ছেন না।
শুক্রবার (৫ আগস্ট) রাতে রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গোলাপবাগ, আসাদগেট এলাকার বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর আসাদগেট এলাকায় অবস্থিত মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ সেলিম। কথা হলে তিনি বলেন, প্রায় ২০ মিনিট ধরে অপেক্ষা করছি কিন্তু পাম্পে কেউ নেই। আশপাশের মানুষ জানালো পাম্প বন্ধ। পরে খবর নিয়ে জানতে পার তেলের দাম বাড়ার খবর পাওয়া পরপরই এরা পাম্প বন্ধ করে দিয়েছে।
মোহাম্মদপুরের বাসিন্দা সালাম মিয়া বলেন, পাম্পে তেল নিতে এসে দেখি। পাম্প বন্ধ। এই পাম্প কখনোই বন্ধ থাকে না। আমি নিয়মিত এই পাম্প থেকে তেল নিই। তেলের মূল্যবৃদ্ধির খবরে তারা পাম্প বন্ধ রেখেছে।

আগের দাম এবং নতুন দামের তালিকা
তালুকদার ফিলিং স্টেশনের অ্যাকাউন্ট ম্যানেজার মামুন গণমাধ্যমকে বলেন, আমাদের ফিলিং স্টেশনের তেল শেষ হয়ে গেছে। আমরা তেল আনলোড করছি। আনলোড শেষ হলেই তেল দেওয়া শুরু করবো।
শুক্রবার রাত ১০টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির খবর জানানো হয়। নতুন দাম অনুযায়ী- প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।