নতুন অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিদায়ী গভর্নর ফজলে কবির বৃহস্পতিবার (৩০ জুন) এই মুদ্রানীতি ঘোষণা করবেন।
ফজলে কবিরের নেতৃত্বে এটাই হবে কেন্দ্রীয় ব্যাংকের শেষ মুদ্রানীতির ঘোষণা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকেল ৩টায় হবে মুদ্রানীতি ঘোষণার সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের রেওয়াজ। তবে মহামারীর কারণে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে সংবাদ সম্মেলন ছাড়াই মুদ্রানীতি ঘোষণা করেছিলেন গভর্নর।
বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় দেখা যায়, মুদ্রানীতি বেশির ভাগ ক্ষেত্রে অনেক ভালো কাজ করেছে, যেখানে সুদের হারের উত্থান-পতনের মাধ্যমে বিনিয়োগকে, উৎপাদনশীলতাকে সহায়তা করেছে। উপরন্তু বাজারের নিজস্ব নির্যাতনপদ্ধতি থেকে গরিব মানুষ, শ্রমিককে রক্ষা করার ক্ষেত্রেও মুদ্রানীতি ফলপ্রসূ হয়েছে।
দেশে এক সময় ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করা হলেও গভর্নর ফজলে কবির ১ বছরের জন্য মুদ্রানীতি ঘোষণার প্রচলন করেন। আগামী ৩ জুলাই গভর্নর হিসেবে মেয়াদ পূর্ণ করে বিদায় নিচ্ছেন তিনি।
সরকার বাজেটে যে নীতি ও উন্নয়ন কর্মসূচি ঠিক করে, তা বাস্তবায়নের জন্য সহায়ক আর্থিক পরিবেশ সৃষ্টি এবং নির্দিষ্ট সময়ে বাজারে অর্থের প্রবাহ ঠিক রাখাই মুদ্রানীতির লক্ষ্য। এমনভাবে এই নীতি সাজানো হয় যাতে অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্য পূরণের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দারিদ্র বিমোচনে সরকারের প্রত্যাশা পূরণ সম্ভব হয়।