পদ্মা সেতু খুলে দেয়ায় সায়েদাবাদ বাস টার্মিনাল এখন কর্মচঞ্চল। দক্ষিণবঙ্গের বাস কাউন্টারগুলো যেন ফিরে পেয়েছে প্রাণ। অন্যদিকে গাবতলী বাসটার্মিনালে যাত্রীদের চাপ নেই বললেই চলে।
সায়েদাবাদে যাত্রী বাড়ায় বাস মালিকেরা খুশি হলেও অন্য রুটের কিছু বাস নিয়ে তারা ক্ষোভের কথা জানিয়েছেন। অভিযোগ, পারমিট ছাড়াই অন্য রুটের বাস পদ্মা সেতু দিয়ে চলছে।
গাবতলী বাসটার্মিনালে গিয়ে দেখা গেছে, যাত্রী সংকটে অলস সময় কাটছে কাউন্টার কর্মীদের।
পরিবহন মালিকেরা বলছেন, তারা নতুন রুট পারমিটের অপেক্ষায়। পেলেই পদ্মা সেতুর রুট ধরবেন।
২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর মূলত গাবতলীর যাত্রীরা এখন গুলিস্তান-সায়েদাবাদ রুট ধরেছেন। আগে পদ্মা পার হতে বেশি সময় লাগত। তাই অনেকেই গাবতলী রুট দিয়ে আরিচা হয়ে দক্ষিণাঞ্চলে যেতেন।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: