বাংলাদেশে ভ্যাকসিন তৈরিতে মনোযোগ দিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভলপমেন্টাল ডিসঅর্ডারস এর উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ভ্যাকসিন তৈরিকে কেন্দ্র করে গোপালগঞ্জে জমিও কেনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক আরো বলেন, দেশে ৯০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতাভুক্ত। শিগগিরই ৫ থেকে ১২ বছর বয়সীদেরও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। গবেষণায় পিছিয়ে আছে স্বাস্থ্যখাত, সেই দুর্বলতা কাটাতে চিকিৎসকদের গবেষণায় মনোযোগ দেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: