জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হলেন দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ, প্রতিষ্ঠানের কর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।

জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন আরিফ হাসান
বিশেষ এই দিনটি উপলক্ষে সোমবার (২৭ জুন) দুপুরে দেশ টিভির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটেন দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। স্বপ্নবাজ ও সদা হাস্যোজ্জ্বল মানুষটির জন্মদিনে দেশ টিভির প্রধান কার্যালয় দিনভর থাকে আনন্দ উচ্ছ্বাস। অনুষ্ঠানে দেশ টিভির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

জন্মদিন পালনের বিভিন্ন মুহূর্ত
জন্মদিনে কর্মীরা শুভেচ্ছা জানালে আবেগে আপ্লুত আরিফ হাসান সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সকলের দোয়া চাই-যাতে করে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারি।

জন্মদিনের কেক
দেশ টেলিভিশনকে নতুন করে সাজানো শুরু হয়েছে জানিয়ে আরিফ হাসান বলেন, ২০০৯ সালের ২৬ মার্চ দেশ টিভির যাত্রা শুরু হয়েছিল। ওই দিনে মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দায়বদ্ধতার ভেতর দিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ টিভি এরই মধ্যে তার পথচলার ১৪ বছরে পদার্পণ করেছে।

জন্মদিন পালনের বিভিন্ন মুহূর্ত
জন্মদিনে নতুন প্রত্যয় ও আশা ব্যক্ত করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্মল বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারে দেশ টিভি তার প্রয়াস চালিয়ে যাবে। আমি দর্শক-শ্রোতাদের বলবো-দেশের সঙ্গে থাকুন, দেশকে এগিয়ে রাখুন।