বাসযোগ্যতার বিচারে বিশ্বের বড় ১৭২টি শহরের মধ্যে চলতি বছর ১৬৬তম অবস্থানে আছে ঢাকা। অর্থাৎ বাসযোগ্যতার দিক থেকে খারাপ অবস্থানে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা ৭ম স্থানে আছে।
যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া কোম্পানি দ্যা ইকোনমিস্ট গ্রুপের গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) তাদের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অবশ্য বাসযোগ্য শহরের এ তালিকায় আগের বছরের চেয়ে তিন ধাপ এগিয়েছে ঢাকা। ২০২১ সালের সূচকে ১৪০টি শহরের মধ্যে ১৩৭তম ছিল বাংলাদেশের রাজধানী।
প্রতি বছর বসবাসযোগ্যতার বিচারে বিশ্বের বড় শহরগুলোর তালিকা প্রকাশ করে ইআইইউ। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো— এই পাঁচ সূচকের ওপর ভিত্তি করে চলানো হয় এই জরিপ।
জরিপে পয়েন্টের সর্বোচ্চ ঘর ১০০। যে শহর যত বেশি পয়েন্ট পায়, তালিকায় সেটির অবস্থান থাকে তত ওপরে। চলতি বছর ১৭২টি দেশের ওপর জরিপ চালানো হয়েছে।
বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, গত বছরের তালিকায় এই শহরের অবস্থান ছিল ১২তম।