পদ্মা সেতুর উদ্বোধনের অনুষ্ঠান শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ করে দিতে আগামী ২৫ জুন (শনিবার) সব ধরনের ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দীন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ করে দেয়ার জন্য ঐ দিনে এই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: