টাঙ্গাইলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে যাচ্ছে ফসলি জমি। জানা যায়, ইতোমধ্যে সাতটি উপজেলার ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুন) সকাল ৯টার দিকে যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬২ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
কৃষি বিভাগ গণমাধ্যমকে জানায়, টাঙ্গাইল সদর উপজেলা, বাসাইল, নাগরপুর, কালিহাতী, ভূঞাপুর, গোপালপুরসহ সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, বুনা আমনের প্রায় ৬ হাজার ৩০০ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। পানি আরও বেড়ে গেলে নিমজ্জিত ফসলের জমির পরিমাণও বাড়বে।
কৃষি সম্প্রসাধরণ অধিদপ্তর জানায় , যদি এক সপ্তারের মধ্যে পানি নেমে যায় তাহলে আংশিক ক্ষতি হবে। তবে পানি সরে গেলে সঠিক ক্ষতির পরিমাণ জানা যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।