জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি গণতন্ত্র সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার পুলিশ সপ্তাহ ২০২২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি আশা প্রকাশ করেন, শত প্রতিকূলতার মধ্যেও পুলিশ সদস্যরা দেশের উন্নয়নের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতন্ত্রকে সম্মুন্নত রাখতে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন।
পুলিশ সপ্তাহ অনুষ্ঠান বাংলাদেশ পুলিশকে শান্তি-সংস্কৃতি বিকাশের লক্ষ্যে নব উদ্যমে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন।
এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য: ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।