সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত একদিনে ২৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৭ জন।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রমণ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল (শুক্রবার) করোনায় ১৭ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ২৭৫ জন।
দেশে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯২১ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো তিন লাখ ৬০ হাজার ৩৫২ জন।