রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার রাত ১১টার দিকে ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গিয়ে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ইভিএম মেশিনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, যে ফ্লোরে আগুন লেগেছে, সেখানে ইভিএম মেশিনসহ নির্বাচনে ব্যবহৃত মালামালের গোডাউন রয়েছে। সেখানে ইসির নিজস্ব কর্মকর্তা ছাড়া বহিরাগতদের যাওয়ার সুযোগ নেই। এটি সুরক্ষিত এলাকা। অগ্নিকাণ্ডে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, কিছু ইভিএমের ক্ষতি হতে পারে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ১১টা ৬ মিনিটে নির্বাচন কমিশনের ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রয়ে ১২টি ইউনিট ছুটে যায় সেখানে। রাত ১২টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
প্রায় দুই বছর আগে পরিকল্পনা কমিশনের ক্যাম্পাস থেকে ইসি নতুন এই ভবনে আসে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নির্বাচন কমিশন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।