আগামীকাল কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শুক্রবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: