বাংলাদেশ থেকে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সভাপতি নির্বাচিত করে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন বিশ্ববাসী বলে জানিয়েছেন সাবের হোসেন চৌধুরী। বুধবার জাতীয় সংসদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ অর্জন বাংলাদেশকে সম্মানিত করেছে।
দেশের সংসদ সদস্যদের নিজ নিজ যোগ্যতা প্রমাণে, নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান সাবের হোসেন চৌধুরী।
এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও সাংসদ সাবের হোসেন চৌধুরী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: