সংবিধান অনুসারে সকল ধর্মের পবিত্রতা রক্ষা এবং যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর মোকাবিলা করা হবে– তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,
বুধবার সচিবালয়ে নারিন্দার মুশুরীখোলার দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের নেতৃত্বে দশ সদস্যের আলেম-ওলামা-মাশায়েখ প্রতিনিধি দল তথ্যমন্ত্রীর ইনুর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ধর্ম ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী ও খালেদাপন্থী বিএনপি চক্র যাই বলুক না কেন, শেখ হাসিনার সরকার সংবিধান অনুযায়ী সকল ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের সব ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, একই সঙ্গে সরকার পীর-আলেম-ওলামা-মাশায়েখদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষায়ী দৃঢ়প্রতিজ্ঞ।
ধর্মগুরুদের মর্যাদা রক্ষার কথা উল্লেখ করে ইনু বলেন, সংবিধানের বিধি-বিধান অনুসারেই সকল ধর্মের পবিত্রতা এবং জঙ্গিবাদী-সাম্প্রদায়িক-যুদ্ধাপরাধী গোষ্ঠীর অপতৎপরতা মোকাবিলা করা হবে।
পীর শাহ মোহাম্মদ আহসানুজ্জামান বলেন, যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে ধর্মের নামে ব্যবসা করছে এবং অবৈধ সুবিধা আদায়ে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। এ প্রসঙ্গে তিনি বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।
পবিত্র হজ পালনের জন্য তিনি তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান।
সাক্ষাৎ শেষে পীর শাহ মোহাম্মদ আহসানুজ্জামান দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন।
আলেম-ওলামা-মাশায়েখ প্রতিনিধিবৃন্দের মধ্যে নাঈমুদ্দিন আল কাদেরী, মুফতি আবু জাফর মোঃ হেলাল উদ্দিন, আ.ন.ম মাসউদ হোসাইন আল কাদেরী, আব্দুল হাকিম, আবুল খায়ের মো. হাবিবুল্লাহ, তোফায়েল আহমদ, সৈয়দ মোজাফফর আহমদ, আবুল বশর ও মো. সদরুদ্দিন আল আজহারী এবং জাসদ ঢাকা মহানগর (পূর্ব) সভাপতি মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সূত্র বাসস।