সৌদি আরবে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ সাত জন নিহত হয়েছেন।
জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) রেজা-ই-রাব্বী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
একটি গাড়িতে করে কাজে যাওয়ার পথে মক্কার কাছের জাবালে নূর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে সাতজন নিহত এবং দুজন আহত হন বলে জানান তিনি।
নিহতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি। আহতদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
রেজা-ই-রাব্বী বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি পাঁচ জন বাংলাদেশি মারা গেছেন। তবে সবার নাম-পরিচয় নিশ্চিত হতে পারিনি। আমাদের প্রথম সচিব ঘটনাস্থলে গেছেন। তিনি ফিরলে বিস্তারিত জানতে পারব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: