পেট্রোবাংলার নবনির্বাচিত চেয়ারম্যান হলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদ। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ৮৪ ব্যাচের কর্মকর্তা ইশতিয়াককে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
অধ্যাপক হোসেন মনসুরের স্থলাভিষিক্ত হয়ে ইশতিয়াক আহমেদ চেয়ারম্যান পদ দেয়া হয়েছে। তিনি গত ১১ বছর ধরে মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করছেন।
২০১০ সালের অগাস্টে হোসেন মনসুরকে চুক্তিতে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়।
গত ৫ বছর ধরে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে হোসেন মনসুরের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে।
তার মেয়াদ শেষ হওয়ার পর গত রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: