গঙ্গা নদীতে ভারতের ১৬টি নতুন বাঁধ নির্মাণের পরিকল্পনায় বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র হুমকির মুখে পড়বে-- আশঙ্কা করছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা।
সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন বাঁধ নির্মাণ পরিকল্পনা বাতিলসহ আন্তঃসীমান্ত নদীসমূহ থেকে সকল অবকাঠামো অপসারণের দাবি জানান।
সোমবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বাপা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ভারত অভ্যন্তরীণ নৌ-পরিবহন সুবিধা পেতে দেশটির কেন্দ্রীয় সরকার এলাহাবাদ থেকে হলদিয়ার ১৬০০ কিলোমিটার দীর্ঘ গঙ্গা- হুগলির ওপর ১৬টি বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে। এসব বাঁধ নির্মাণের ফলে গঙ্গার প্রবাহে ব্যাপক পরিবর্তন আসবে। এর ফলে নদী তীরে চর জেগে উঠার পাশাপাশি লোনা পানির পরিমাণও বেড়ে যাবে বলে সম্মেলনে বলেন বক্তারা।
ভারতের এ পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করে— আব্দুল মতিন বলেন, আন্তঃসীমান্ত নদীগুলোতে এসব বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়বে।
এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গঙ্গাসহ সকল অভিন্ন নদী রক্ষার দাবি জানান পরিবেশবাদীরা।
দেশ টিভিকে দেয়া সাক্ষাতকারে বুয়েটের পানি বিশেষজ্ঞ অধ্যাপক এস আই খান বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের মনিটরিংয়ের ওপর জোর দেন।