শিক্ষার প্রসারে দেশের প্রতিটি জেলায় একটি সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪- এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা খাতে ব্যয় ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। শিক্ষা ক্ষেত্রে শহর ও গ্রামের বৈষম্য দূর করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে যতটুকু সম্ভব শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করে দেয়া হবে বলেও জানান শেখ হাসিনা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: