ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বুধবার ঢাকায় তিন দিনের সফরে আসছেন। দেশটির বর্তমান সরকারের শীর্ষ পর্যায়ের কোনো নেতার প্রথম এ সফরকে গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা যায়, বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন, স্থলসীমান্ত চুক্তিসহ দু’দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এ সফরে।
তিন দিনের সফরে বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিজেপি কট্টরপন্থী নেতা নরেন্দ্র মোদি সরকার গঠনের পর ভারতের শীর্ষ পর্যায়ের কোনো নেতার এটাই প্রথম বাংলাদেশ সফর।
বৃহস্পতিবার প্রথমে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি। পররাষ্ট্রন্ত্রণালয় সূত্রে জানা যায়, দ্বিপাক্ষিক এ আলোচনায় তিস্তা নদীর পানি বণ্টন, স্থলসীমান্ত চুক্তি, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, চারদেশীয় অর্থনৈতিক করিডোর, ট্রানজিট-ট্রান্সশিপমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন সুষমা স্বরাজ। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লি সফরের আমন্ত্রণপত্র শেখ হাসিনার হাতে তুলে দেবেন।
পরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহর রিজভী, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তার বেশ কটি বৈঠক করার কথা রয়েছে।
এ সফরের মধ্য দিয়ে মোদি সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ। তাই সুষমা স্বরাজের এ সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে সরকার। বৃহস্পতিবার ঢাকা সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।