মিরপুরের কালশী বিহারি ক্যাম্পে আগুনে নিহত হওয়ার দায় রাষ্ট্রকেই নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। মঙ্গলবার রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশনের এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
ঘটনার তদন্তের কথা বলে সরকার দায় এড়েতে পারবে না— এ কথা উল্লেখ করে মিজানুর রহমান বলেন, অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় আনতে না পরলে মানবাধিকার পরিস্থিতি আরো খারাপ হবে।
তিনি আরো বলেন, পুলিশের বর্তমান অর্থ বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সহিংসতা আরো বেড়ে যাবে। মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছারার দরকার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: