রাজধানীর মিরপুরের কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে শনিবার সংঘর্ষের উস্কানিদাতাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পল্লবীর কালশীতে সংঘর্ষে মরদেহ দেখার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, যে ঘটনাটি ঘটেছে, তা দুঃখজনক। এমন ঘটনা কারো কাম্য না। যারা এতে জড়িত বা উস্কানি দিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।
শবে বরাতের রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে আটকে পড়া পাকিস্তানিদের ওই ক্যাম্পে ভোরে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় কয়েকটি বাড়িতে আগুন দেয়া হলে অগ্নিদগ্ধ হয়ে ৯ জন মারা যান।
খবর পেয়ে পুলিশ গেলে ক্যাম্পবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে নিহত হন একজন।
কালশীর ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন।