স্বল্পমেয়াদে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে গুণগত দিকগুলোকে এখনো এড়িয়ে যাওয়া হচ্ছে— উল্লেখ করে ড. ইফতেখার বলেন, সংসদে বিরোধীদল আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে।
এছাড়া, মধ্য ও দীর্ঘমেয়াদে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ড. ইফতেখারুজ্জামান।
বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও আরো স্বচ্ছতা প্রয়োজন বলেও তিনি মত দেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: