জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে— মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের সেরা সাংবাদিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিটি সংবাদ মাধ্যমের নিজস্ব নীতিমালা প্রণয়নের আহবানও জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ নীতিমালা প্রণীত হলে সংবাদ কর্মীরা তাদের স্বার্থ সংরক্ষণ করতে পারবেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: