মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিক্সার মেয়াদ বারবার না বাড়িয়ে এগুলোর উচ্ছেদ এবং যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মঙ্গলবার ঢাকা রির্পোর্টাস ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
এ সময় সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া নৈরাজ্য বন্ধ, মিটারে চলাচল নিশ্চিত করাসহ যাত্রীদের পছন্দমতো গন্তব্যে যেতে বাধ্যবাধকতার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া মোটরযান আইন লঙ্ঘন করে যোগাযোগ মন্ত্রণালয় মেয়াদোত্তীর্ণ অটোরিক্সার মেয়াদ বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। গণপরিবহনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে আইন করে সিএনজির সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করারও আহ্বান জানান বক্তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: