বাংলাদেশে সহজে ও স্বাচ্ছ্যন্দে ব্যবসা করতে জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি কার্যকর টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাপান এক্সটারনাল ট্রেড অর্গেনাইজেশনের (জেটরো) সদরদপ্তরে আয়োজিত এক সেমিনারে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
জাপানি বিনিয়োগকারীদের জন্য ৪০টি শিল্পপ্লট বরাদ্দ রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, জাপানি বিনিয়োগকে বাংলাদেশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া আশা করেন তিনি।
শেখ হাসিনা বলেন, জাপানি বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরী সহযোগিতার মাধ্যমে বিশ্বের যেসব দেশ উপকৃত হয়েছে বাংলাদেশ তাদের অন্যতম।
পরে বেপজা জোনে জাপানি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ বিষয়ে বাংলাদেশ এক্সপোর্ট জোন-বেপজা ও জেটরোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর আগে ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ ও ধ্বংসের পরিবর্তে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করে নতুন প্রজন্ম নিরাপদ বিশ্ব গড়ে তুলবে। এ লক্ষ্যে নতুন প্রজন্মকে একই পরিবারের সদস্য হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, অদূর ভবিষ্যতে তারা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সকল বাধা দূর করবে।