সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় চালানোর মেয়াদকাল বাড়ানোসহ তিন দফা দাবিতে রাজধানীতে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
এ ধর্মঘটের কারণে সকাল থেকে রাজধানীর সড়কগুলতে সিএনজি চালিত অটোরিকশার তেমন দেখা যায়নি। ফলে কর্মস্থলের উদ্দেশে বের হয়ে বিপাকে পড়তে হয় মানুষকে।
গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ ধর্মঘট কর্মসূচির ডাক দেয়। এদিকে, ধর্মঘটের মধ্যেও সকালে ঢাকার রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। তবে এর ভাড়া ছিল দ্বিগুন-তিনগুন।
উল্লেখ্য, ২০০২ সালে সিএনজি অটোরিকশার যাত্রা শুরুর সময় এর মেয়াদকাল ৯ বছর নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ। পরে মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে তা দুই দফা বাড়িয়ে ১১ বছর করা হয়। এখন তা আরো ৪ বছর বাড়ানোর দাবি করছে মালিক সমিতি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: