এখন থেকে বিদেশে কাজ করতে ইচ্ছুক শ্রমিকদের অভিবাসন ব্যয় লাগবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। সোমবার স্টকহোমে অনুষ্ঠিত গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশনের শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মধ্যসত্বভোগী দালালদের অধিক লাভ করার কারণে বিদেশগামী শ্রমিকরা ঋণে জর্জরিত হচ্ছেন বলে এ সময় আভিযোগ করেন মন্ত্রী। তিনি বলেন, আর এ কারণে বিদেশে অবৈধভাবে অবস্থান করে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তারা। এ অবস্থা এখন পুরোপুরি দূর হবে বলে জানান তিনি।
এখন থেকে মাত্র ১৭ হাজার ৪০০ টাকায় সৌদি আরব ও ২৪ হাজার টাকায় মালায়শিয়ায় যেতে পারবেন একজন শ্রমিক বলেও জানান খন্দকার মোশাররফ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: